[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পিটার হাসকে ঘিরে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর চেষ্টা, বাংলাফ্যাক্টের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছেন—এমন দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যাত্রী তালিকার ছবি ছড়িয়ে দেওয়া হয়।

তালিকাটিতে দাবি করা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘দোলনচাঁপা ভিআইপি ২’ লাউঞ্জের যাত্রী তালিকায় পিটার হাসের নাম রয়েছে।

তবে তথ্য যাচাইকারী সংস্থা বাংলাফ্যাক্ট ছবিটির সত্যতা পর্যালোচনা করে নিশ্চিত করেছে, সেটি ভুয়া এবং ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, তালিকায় বিমানবন্দর কর্তৃপক্ষের নাম হিসেবে উল্লেখ রয়েছে— ‘বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ’। অথচ এ ধরনের কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। দেশের প্রকৃত বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার নাম হলো ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)’।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে বলে মনে করছে বাংলাফ্যাক্ট। সংস্থাটির ভাষ্য, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম পরিচালিত বাংলাফ্যাক্ট জানিয়েছে, দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে তারা নিয়মিত কাজ করছে এবং যাচাই করা তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর