ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছি। এতে ভোক্তারা স্বস্তি পেয়েছেন।
বিগত এক বছরে রিজার্ভ বৃদ্ধিসহ নানা খাতে সরকারের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, “আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করার উদ্যোগ জোরদার করা হবে।”
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “চাকরির সুযোগ বাড়াতে কর্মসংস্থানের নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বালানি সংকট কাটিয়ে উঠতে মধ্যম মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।”
বাণিজ্য উপদেষ্টা জানান, নির্বাচনের আগেই এসব উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার।
এসআর
মন্তব্য করুন: