[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচন সামনে রেখে দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এখন শুরু হলো দ্বিতীয় অধ্যায়, যার মূল লক্ষ্য হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করা।

তিনি উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর আমাদের দায়িত্ব এখন নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর