[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

সচিবালয়ে আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে তিনি সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি আলাদা সভায় নির্বাচনসংক্রান্ত দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

এ উপলক্ষে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার আগে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে গাড়ি পার্কিং ও গেট ব্যবহারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় অংশগ্রহণকারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টার অবস্থানকালে ১ নম্বর ভবনের কর্মীদের নিজ নিজ কক্ষে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গানম্যানদের প্রবেশ না করারও অনুরোধ জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর