অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে প্রশাসনে বড় পরিসরে রদবদল হয়েছে।
এই সময়ে সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার নয়জনসহ মোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৫৪৯ জন কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বছরের (৮ আগস্ট ২০২৪–বর্তমান) কর্মকাণ্ড সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এক বছরে উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন গ্রেডে মোট ৭৮৫ জন কর্মকর্তা নিয়মিতভাবে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া এক বছরে ১৬৪ জন কর্মকর্তা স্বাভাবিক নিয়মে অবসরে গেছেন। তাদের মধ্যে উপসচিব ১৬ জন, যুগ্মসচিব ১৫ জন, অতিরিক্ত সচিব ৭৫ জন, গ্রেড-১ এর ৩৪ জন এবং সচিব-সিনিয়র সচিব ২৪ জন।
প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪টি বিভাগীয় মামলা করা হয়েছে, যার মধ্যে আটটি নিষ্পত্তি হয়েছে এবং ১৬টি এখনো চলমান।
তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস এবং লালমনিরহাটের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীকে বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, এই সময়ে তিনটি অধ্যাদেশ, তিনটি বিধিমালার সংশোধন, একটি বিশেষ বিধিমালা প্রণয়ন এবং ২২টি নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালার খসড়া তৈরি ও সংশোধনের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।
এসআর
মন্তব্য করুন: