২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সই করা ওই চিঠিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়,
“২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হচ্ছে।”
এর এক দিন আগেই, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় চিঠিটি প্রেরণ করা হয়।
চিঠিতে ভাষণের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়,
“গত ১৫ বছরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই আসন্ন নির্বাচন যেন একটি আনন্দঘন, উৎসবমুখর ও স্মরণীয় ভোটের দিনে পরিণত হয়—এটাই সরকারের প্রত্যাশা।”
প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন পরিচালনায় আধুনিক ও যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ভোটার উপস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও গণতান্ত্রিক চেতনায় একটি অবিস্মরণীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়,
“একটি প্রত্যাশিত, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
চিঠির শেষাংশে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।
এসআর
মন্তব্য করুন: