[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জাতীয় নির্বাচন ২০২৬: প্রস্তুতি শুরু করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫ ৩:০২ পিএম

সংগৃহীত ছবি

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এ ঘোষণার পরদিনই নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে।

বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে চ্যালেঞ্জ থাকলেও আমরা নিরবচ্ছিন্নভাবে প্রস্তুতি চালিয়ে যাব।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের আয়োজন করবে।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি ইসিকে চিঠি দেবেন।

তিনি বলেন, “আসন্ন রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানিয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব। সেই সঙ্গে এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণও নিশ্চিত করতে চাই আমরা।”

ড. ইউনূস আরও বলেন, “মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করেছি, যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর