অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করলে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান এ ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।
তারা বলেন, “প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট উদ্যোগ নিয়েছেন। এ কারণে আমরা তাকে ধন্যবাদ জানাই।”
ভাষণে ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব, যাতে নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে—রমজানের আগেই—জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পর আমরা দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে এসেছি। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, অর্থনীতিতে গতি এসেছে এবং নানা সংকট কেটে গেছে।”
বিএনপির পক্ষ থেকে এ ঘোষণাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে জানা গেছে
এসআর
মন্তব্য করুন: