[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৬:৩১ পিএম

সংগৃহীত ছবি

ডিসিআই এবং আইসিসিবি এর নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে,বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করবে।

তাঁরা বলেন,দক্ষ জনশক্তি গড়ে তোলা,উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা অপরিহার্য।

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকিন আহমেদ,ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান এবং ডিসিসিআই-এর ১৪ জন সাবেক সভাপতি,বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে ড. মোঃ সবুর খান-কে মঙ্গলবার, ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।

এ সময় এপিইউবি এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

ডিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে নেতৃবৃন্দ সবুর খানের দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষা ও উদ্যোক্তা ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ সবুর খান ডিসিসিআই ও আইসিসি-বি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শিক্ষাকে শিল্পক্ষেত্রের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন,গবেষণা,অংশীদারিত্ব এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কার্যকর ভূমিকা পালন করবে—এটাই এপিইউবি’র প্রধান লক্ষ্য।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর