জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে সরকারের এক বছরের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। সে অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হতে পারে।
এর আগে বিকাল ৫টায় রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা।
একইসঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
সূত্র জানায়, ভাষণের জন্য শুরুতে ৮ আগস্ট তারিখ ভাবা হলেও, ওই দিনটি অন্তর্বর্তী সরকারের আত্মপ্রকাশের বর্ষপূর্তি হওয়ায় প্রধান উপদেষ্টা সেটিকে গুরুত্ব দিতে চাননি। ফলে ৫ আগস্টকেই ভাষণের জন্য চূড়ান্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ড. ইউনূসের নেতৃত্বে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই যমুনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক নির্বাচনি প্রস্তুতি সভা করেন প্রধান উপদেষ্টা। এর আগে ৯ জুলাইও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: