[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৬:০৯ পিএম

সংগৃহীত ছবি

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থনে নিহত শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঘোষণাপত্রে বলা হয়, শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সুরক্ষা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘোষণাপত্রে আরও বলা হয়, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের গণ-অভ্যুত্থান ছিল স্বাধীনতার চেতনার ধারাবাহিক অংশ।

এতে একনায়কতন্ত্র, দুর্নীতি, বৈষম্য, গুম-খুনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

এছাড়া, ভবিষ্যতে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাংবিধানিক সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ঘোষণাপত্রে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার এবং ভবিষ্যৎ সংবিধানে তা সন্নিবেশের অভিপ্রায়ও প্রকাশ করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর