জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়, যদিও নির্ধারিত সময় ছিল সকাল ১১টা।
উদ্বোধনী পরিবেশনায় সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা জনপ্রিয় গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।
সারাদিনব্যাপী এ আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। অনুষ্ঠানমালায় রয়েছে ধর্মীয় বিরতি, ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত।
সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানের বিষয়ে আয়োজকরা জানান, এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; বরং একটি প্রজন্মের চেতনার পুনর্জন্মের বহিঃপ্রকাশ।
এসআর
মন্তব্য করুন: