ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করতে শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেবেন। তবে তিনি সরাসরি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন এবং তারিখ নির্ধারণ একমাত্র নির্বাচন কমিশনের এখতিয়ার। সে কারণেই কমিশনকে প্রস্তুতি নিতে নির্দেশনা দিতে যাচ্ছেন তিনি।
চিঠিতে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে—এমন নিশ্চয়তাও দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় “ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র” পাঠ করবেন ড. ইউনূস। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের সব বয়সী নাগরিক—শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে।
এসআর
মন্তব্য করুন: