[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

এনআইডি অনুযায়ী বয়স্ক ভাতা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৩:৫৯ এএম

সংগৃহীত ছবি

বয়স্ক ভাতা নিয়ে অনিয়ম ও জালিয়াতি বন্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী ভাতা প্রদানের সুপারিশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “বয়স অনুযায়ী এনআইডির তথ্য অনুযায়ী ভাতা দিলে প্রতারণা বন্ধ করা সম্ভব হবে। এটাই একমাত্র কার্যকর পদ্ধতি।”

সোমবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই অবৈধভাবে বয়স্ক ভাতা নিচ্ছেন। এ ধরনের পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। সমাজসেবা অধিদপ্তরের বর্তমান কাঠামো ২০১৩ সালের পুরোনো মডেলে চলছে—যেটি এখন সংস্কারের প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সেবাপ্রাপ্তি, তালিকা প্রস্তুত ও বাস্তবায়নে এখনো নানা ভুল থেকে যায়, যা জনগণকে বিভ্রান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। একটি বাস্তবসম্মত ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে।”

কন্যাশিশুদের ক্ষমতায়নের বিষয়ে আলাদা গুরুত্ব দিয়ে তিনি বলেন, “দক্ষতা বৃদ্ধির যেকোনো কর্মসূচিতে কন্যাশিশুদের অগ্রাধিকার দিতে হবে। তাদের জন্য পৃথক মনোযোগ নিশ্চিত করতে হবে।”

সেবার স্বচ্ছতা ও নাগাল বাড়াতে একটি মোবাইল অ্যাপ তৈরির পরামর্শ দিয়ে তিনি বলেন, “মন্ত্রণালয়ের সব সেবা ও তথ্য এক প্ল্যাটফর্মে আনতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারে কোথায় কী সেবা পাওয়া যায়।”

বৈঠকে সমাজসেবা মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিজি সমন্বয়কারী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর