[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জুলাই ঘোষণাপত্র আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ১:৫৫ এএম

সংগৃহীত ছবি

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণাপত্র পাঠ করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং ছাত্র-জনতার প্রতিনিধি দল অংশ নেবে।

ইতোমধ্যে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে।

জুলাই ঘোষণাপত্রে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, ভোটাধিকার নিশ্চিতকরণ, এবং সাংবিধানিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর