[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার বিকেল ৫টায় 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

ঘোষণাপত্র পাঠের পাশাপাশি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এই দিনকে স্মরণীয় করে রাখতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে—বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ—উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর