জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে ঘোষিত আটজনের নাম সরকার প্রকাশিত গেজেট থেকে বাতিল করেছে।
রোববার (৩ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তবে কী কারণে তাঁদের নাম বাতিল করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
গেজেট থেকে বাদ পড়া শহীদরা হলেন—
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫” এবং সরকারের রুলস অব বিজনেস অনুসারে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দুই দফায় সরকার ৮৪৪ জনকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হিসেবে গেজেটভুক্ত করে। শহীদদের পরিচয় অনুযায়ী গেজেটে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, বাবা-মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ উল্লেখ করা হয়।
শহীদ পরিবারের সদস্যদের জন্য এককালীন ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা, সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
এসআর
মন্তব্য করুন: