দেশের বিভিন্ন জেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) পদে থাকা ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলামের স্বাক্ষরিত আটটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের এসব সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারদের নতুনভাবে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই সিদ্ধান্ত জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: