[email protected] বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২

অবসরের এক সপ্তাহ আগে অভিজ্ঞতা নিতে যুক্তরাষ্ট্র সফরে সমাজকল্যাণ সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ৯:১৪ পিএম
আপডেট: ৩০ জুলাই ২০২৫ ৯:১৬ পিএম

সমাজকল্যাণ সচিব মহিউদ্দিন

অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

গত শনিবার তিনি অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’-এ অংশ নিতে রওনা হন। সম্মেলনটি ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

মো. মহিউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ আগস্ট। এই প্রেক্ষাপটে অবসরের এক সপ্তাহ আগে তাঁর বিদেশ সফর নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, সচিবের পরিবর্তে অন্য কোনো কর্মকর্তা অংশ নিলে সম্মেলনের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানো যেত।

তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “চার দিনের সফরে একটি প্রতিনিধি দল গিয়েছে এবং সচিব সেখানে নেতৃত্ব দিচ্ছেন।

বিশ্বব্যাংকের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সচিব অবসরে যাচ্ছেন বলে তাকে বাদ দেওয়া যৌক্তিক নয়। এটা কোনো বড় বিষয়ও নয়।”

সচিবের সঙ্গে যাঁরা সফরে রয়েছেন, তাঁরা হলেন—অতিরিক্ত সচিব নারগিস খানম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, যুগ্ম সচিব মো. নাজমুল আহসান এবং আইএসও প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা।

সফর শেষে অংশগ্রহণকারীদের সম্মেলনের অভিজ্ঞতা বিষয়ে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সচিব মো. মহিউদ্দিনের মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর