সারা দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, সীমানা পরিবর্তন সংক্রান্ত এ খসড়ার বিরুদ্ধে যেকোনো ব্যক্তি বা সংস্থা ১০ আগস্ট পর্যন্ত লিখিত আবেদন করতে পারবেন। পরবর্তীতে আপত্তি ও সুপারিশ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে।
ইসি আনোয়ারুল বলেন, "এবার ৩৯টি সংসদীয় আসনের সীমানায় আংশিক বা পূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ কাজে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়, যারা ২০২২ সালের জনশুমারি এবং ভোটার ঘনত্বসহ নানা তথ্য বিশ্লেষণ করে সীমানা পরিবর্তনের সুপারিশ করেছে।"
পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮; বাগেরহাট-২, ৩।
ইসি আরও জানান, গাজীপুরে দেশের সর্বোচ্চ ভোটার থাকায় সেখানকার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিপরীতে, বাগেরহাটে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, "সীমানা নির্ধারণ একটি কারিগরি ও গঠনমূলক প্রক্রিয়া। এতে ভৌগোলিক সীমারেখা, জনসংখ্যার ভারসাম্য, প্রশাসনিক ইউনিট এবং ভোটার সংখ্যা সব কিছুই বিবেচনায় নেওয়া হয়। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পরই এটি কার্যকর হবে।" নির্বাচন কমিশন ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে। আপত্তি জানাতে শেষ তারিখ ১০ আগস্ট।
এসআর
মন্তব্য করুন: