একজন গ্রাহক এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন।
১০টির বেশি সিম থাকলে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্ট্রার (বাতিল) করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্ট্রার করতে হবে।
সিম সংখ্যা যাচাই করতে গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে সহজেই নিজের নামে নিবন্ধিত সিমের তথ্য জেনে নিতে পারবেন।
এর আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনায় বিটিআরসি মে মাসে সিম সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় এবং তা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর কার্যকর হয়।
বিটিআরসি জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের অতিরিক্ত ৬৭ লাখ সিম নিষ্ক্রিয় করতে হবে।
নির্দেশনায় বিটিআরসি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম সীমা নির্ধারণের ফলে মোবাইল সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং অপব্যবহার রোধ সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: