[email protected] বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে দেশে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৫ আগস্ট ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো হুমকির আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

বিশেষ অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে, যা তাদের নিজস্ব সিদ্ধান্ত। নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় এমন অভিযান চালানো যায়।”

রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “এ ধরনের ঘটনায় কেউ পার পাবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট এবং যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর