[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

একাত্তর নিয়ে মন্তব্যের পর দুঃখ প্রকাশ আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক একাত্তরের পাকিস্তানি বাহিনীর সঙ্গে বর্তমান সরকারের ‘নৃশংসতা’র তুলনা করে দেওয়া বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি বলেন,

“শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপর সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে তিনি সংশোধিত বক্তব্য দেন ও দুঃখ প্রকাশ করেন।

সেখানে আসিফ নজরুল লেখেন,

“শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী, কিশোর ও শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে বেসামরিক মানুষকে গুলি করে হত্যা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা এবং হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশ—এসব তার নেতৃত্বেই ঘটেছে।”

তিনি উল্লেখ করেন, এসব কাজ যুদ্ধ পরিস্থিতিতেও গুরুতর মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়।

তবে তিনি স্বীকার করেন, এসব নৃশংসতার সঙ্গে একাত্তরের পাকিস্তানি বাহিনীর বর্বরতার তুলনা করা সঠিক হয়নি।

তিনি লেখেন,

“দুটো ঘটনাই জঘন্যতম অপরাধ। কিন্তু তুলনাটি করা ঠিক হয়নি। এতে যদি কেউ ভেবে থাকেন যে আমি একাত্তরের পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে খাটো করে দেখেছি, তাহলে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর