আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন ৪৫ লাখ ভোটার তালিকাভুক্ত হতে যাচ্ছেন, অন্যদিকে ২১ লাখের বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে।
মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
তিনি বলেন, “ভোটার তালিকা আইন সংশোধন বিলম্বিত হওয়ায় আগে একটি সম্পূরক তালিকা প্রকাশের সিদ্ধান্ত ছিল। তবে সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।”
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশের চেষ্টা চলছে, তবে সেটা আগস্টের মধ্যেই হবে কি না, এখনই নিশ্চিত নয়।”
তবে ইসি সূত্র বলছে, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এর আগে প্রতি বছর অনুযায়ী ২ জানুয়ারি খসড়া ও ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করে দ্বিতীয়বারের মতো তালিকা প্রকাশ করতে যাচ্ছে কমিশন।
এ তালিকায় ২০০৭ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারী এবং এতদিন ভোটার না হওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি, যাদের বয়স চলতি বছরে ১৮ বছর পূর্ণ হচ্ছে, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।
ইসি জানায়, প্রয়োজনে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আরও একবার সম্পূরক বা খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে।
১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তা উন্মুক্ত থাকবে। যাদের আপত্তি রয়েছে, তারা নির্ধারিত ফরমে সংশোধন ও ঠিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন।
২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম (ভোটার ছিলেন, কিন্তু নিবন্ধিত নন):
২০০৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে জন্ম (নতুন ১৮+):
ইসির তথ্য অনুযায়ী, ২১,৭৬,৮১৪ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ২০,৫৪,৬৬৫ জনের নাম ইতোমধ্যেই জাতীয় সার্ভার থেকে কর্তন করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: