[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

“গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে” — প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে প্রকৃত ও গভীর সংস্কার না হলে স্বৈরাচার পুনরায় ফিরে আসতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার মিশনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লবের এক বছর’ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সংস্কার মানে শুধুমাত্র কাগজপত্রে কিছু পরিবর্তন নয়, আমাদের প্রয়োজন হৃদয়ের গভীর থেকে সংস্কার—মন ও মানসিকতার রূপান্তর। যদি এই গভীরতম পরিবর্তন না আনতে পারি, তাহলে যেই স্বৈরাচারবিরোধী সংগ্রামে আমরা আজ ঐক্যবদ্ধ, সে আবার ফিরে আসবে। সাময়িক সংস্কার যথেষ্ট নয়—আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি, মৌলিক রূপান্তর।”

তিনি আরও বলেন, “দেশকে একেবারে নতুনভাবে গড়তে হবে। এটি শুধুমাত্র উপরিভাগে রংচটা সংস্কারের মাধ্যমে সম্ভব নয়। রূপান্তর হতে হবে ভেতর থেকে, নীতিতে, ন্যায়ে এবং কাঠামোয়।”

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এই বিচার হবে এমনভাবে, যেন রাষ্ট্রীয় ক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার করা না যায়। বিচার শুধু শাস্তি নয়—এটি একটি বার্তা, যে জনগণের কণ্ঠরোধ বা নিপীড়ন কখনোই গ্রহণযোগ্য নয়।”

মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি। তবে তা কেবল প্রতিক্রিয়াশীল বিচার নয়, বরং প্রতিরোধমূলক ও রূপান্তরমুখী পদক্ষেপ।”

রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐকমত্য নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছি, যা হবে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সবার জন্য বিশ্বাসযোগ্য। সেই লক্ষ্যে জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়াস চলছে।”

শেষে তিনি বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনভাবে বসবাস করতে পারবে।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট এবং গত বছরের জুলাই-আগস্টের রাজনৈতিক সঙ্কট—প্রতিটি সময়েই জাতিসংঘ বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর