গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর বাষ্পট্টি বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি। মুহূর্তেই পানির স্রোতে তলিয়ে যান তাসনিম।
তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। তিনি ‘মনি ট্রেডিং’ নামে একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলস প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার মসজিদপাড়ায়।
এসআর
মন্তব্য করুন: