[email protected] মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২

আকাশ প্রতিরক্ষায় ঢাকায় জঙ্গি বিমানঘাঁটি রাখা অপরিহার্য: বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১:৫০ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমানঘাঁটি অপরিহার্য বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমডোর শহিদুল ইসলাম।

তিনি জানান, বিশ্বের অনেক দেশের রাজধানীতেই বিমানঘাঁটি রয়েছে, এবং ঢাকার ক্ষেত্রেও এটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটির পুরাতন পিএসসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যুদ্ধবিমান পরিচালনায় প্রশস্ত এলাকা প্রয়োজন। একই সঙ্গে রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিতে এ ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে না।”

সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর জরুরি সমন্বয়ক কেন্দ্রের এয়ার কমডোর মো. মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী। প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।”

ঘটনার সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) যোগাযোগ ছিল কি না—এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে যোগাযোগ ছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর