[email protected] মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তের তদন্তে ঢাকায় আসছে চীনা প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্তে শিগগিরই চীনের একটি তদন্তকারী দল ঢাকা সফর করবে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত বিমানবাহিনীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এয়ার কমোডর শহিদুল ইসলাম।

তিনি বলেন, "তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় পাইলট তৌকিরের সঙ্গে এয়ার কন্ট্রোল এজেন্সির সক্রিয় যোগাযোগ ছিল।"

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীর আকাশপথে সামরিক বিমান পরিচালনার ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হয়।

বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন বিমানবাহিনীর আরেক কর্মকর্তা, এয়ার কমোডর মিজানুর রহমান।

এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম দাবি করেন, প্রতিষ্ঠানটির ভবন নির্মাণে রাজউকের সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর