[email protected] মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২

ভোটের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ৩:৩২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও সমন্বয় বিষয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। আর্মি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে— বিশেষ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দ্রুত সমন্বয় বৃদ্ধির নির্দেশনা এসেছে।”

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন উপলক্ষে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বৈঠকে বিস্তারিত অবহিত করেন।

প্রেস সচিব আরও বলেন, “নির্বাচন ঘিরে ইতোমধ্যে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং সামনে এ প্রবণতা আরও বাড়তে পারে।

এ ধরনের মিসইনফরমেশন প্রতিরোধে একটি জাতীয় তথ্য কেন্দ্র (ন্যাশনাল ইনফরমেশন সেন্টার) গঠনের প্রস্তাব উঠেছে, যা নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর