[email protected] মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২

শহীদ ১০ জনসহ আরও ১,৭৫৭ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ১:৪৩ পিএম

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দ্বিতীয় দফায় ১০ শহীদসহ আরও ১ হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে।

সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে তিন ক্যাটাগরির আহত যোদ্ধাদের তালিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শহীদ ১০ জন ছাড়া বাকিদের মধ্যে অতি গুরুতর (ক শ্রেণি) ১০৯ জন, গুরুতর (খ শ্রেণি) ২১০ জন এবং তুলনামূলক কম গুরুতর আহতদের (গ শ্রেণি) সংখ্যা বাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক সংখ্যা হলো:

  • ঢাকা: ৪০৫
  • খুলনা: ১৬৬
  • চট্টগ্রাম: ২২৬
  • বরিশাল: ১১৬
  • ময়মনসিংহ: ১১১
  • রংপুর: ৯০
  • রাজশাহী: ২৩৬
  • সিলেট: ৮৮

এর আগে প্রথম ধাপে শহীদসহ ১২ হাজার ৮৭৭ জনের গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।

সরকারি বিধিমালা অনুযায়ী, প্রত্যেক শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ ৭৭ কোটি ২০ লাখ টাকা।

বাকি ৭২টি শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে, যা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া হবে।

শহীদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা ভাতাসহ তাদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অনলাইনভিত্তিক তথ্যভান্ডার (এমআইএস) তৈরির কাজও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর