[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

পুলিশের ৯ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

তিন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) এবং ছয় সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) পুলিশের মোট ৯ কর্মকর্তাকে রদবদল করে নতুন স্থানে পদায়ন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রোববার (২৭ জুলাই) প্রজ্ঞাপনটি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

  • মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান → কুড়িগ্রাম
  • ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ → পিবিআই
  • পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদার → পুলিশ সদরদপ্তরেই পদায়ন
  • এপিবিএনের এএসপি মো. আবদুল হাদী → সিআইডি
  • ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমান → বগুড়ার গাবতলী সার্কেল
  • ডিএমপির এসি রাজিব গাইন → এপিবিএন
  • সিআইডির এএসপি আব্দুল্লাহ-আল-মামুন → খুলনা পিটিসি
  • র‌্যাবের এএসপি মো. আসিফ হোসেন → বগুড়ার আদমদিঘী সার্কেল
  • ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকার → র‌্যাবে পদায়ন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর