জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন পায়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রোববার (২৭ জুলাই) ২০২৫–২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি উপস্থাপন করা হলেও তা অনুমোদিত হয়নি। প্রকল্পটির আওতায় শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব ছিল।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, এদিন মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়, যার মধ্যে ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।
অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
এছাড়া দেশি-বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪ এর অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক একটি প্রকল্পসহ পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত আরও ১৮টি প্রকল্প সম্পর্কে সভায় একনেক সদস্যদের অবহিত করা হয়।
এসআর
মন্তব্য করুন: