[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের যৌথ মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মোস্তফা জামাল বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এটা গণতন্ত্র ও জনগণের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনই বর্তমান পরিস্থিতির রাজনৈতিক সমাধান এনে দিতে পারে। আমরা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করি।’

উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর