প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রফেসর ইউনূস বলেন, ‘সব গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক শক্তিকে সঙ্গে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের এখনই উপযুক্ত সময়। এই সুযোগ হারালে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
এসআর
মন্তব্য করুন: