[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ৪:৩৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে তিনি আশাবাদ জানিয়ে বলেন, নির্বাচনের আগেই আরও অনেক অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন, তাহলে কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না। সত্য তথ্যের মাঝে কোনো লুকোচুরি নেই। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা তৈরির চেষ্টা করে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

একটি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, "যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এতে তদন্তে সময় বেশি লাগছে। আমরা চাই, নিরপরাধ কেউ যেন শাস্তির মুখোমুখি না হয়। অনেকেই ব্যক্তিস্বার্থে নিরীহদের আসামি করছেন। প্রকৃত অপরাধীদের নাম থাকলে তদন্ত দ্রুত শেষ করা যেত।"

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমাদের কোনো দলের সঙ্গে দ্বন্দ্ব নেই। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা, আর রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে জনগণের কাছে গিয়ে ভোট চাওয়া। তাই অনুরোধ করব, তারা যেন অহেতুক বিরোধ সৃষ্টি না করে।"

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর