চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রমে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন শেষে এ তথ্য জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হলো। এ সিদ্ধান্ত আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। এতে রাজস্ব বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে ব্যবসায়ীদের খরচ কিছুটা বাড়তে পারে।”
নৌ উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি অপারেটর নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে এতে বন্দরের সার্বিক নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। তিনি বলেন, “এ নিয়ে অযথা প্রোপাগান্ডা ছড়ানোর কোনো প্রয়োজন নেই।”
তিনি জানান, গত ৭ জুলাই চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এটি নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর ফলে কনটেইনার হ্যান্ডেলিং কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে—হ্যান্ডেলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ, বর্তমানে প্রতিদিন গড়ে ৩,২০০ ইউনিট কনটেইনার হ্যান্ডেল করা হচ্ছে।
উপদেষ্টা জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এখন আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো ও প্রযুক্তি সমৃদ্ধ। তবে পূর্ববর্তী অপারেটর সংস্থাও দায়িত্বশীলভাবে কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে উপদেষ্টা বন্দরের চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং এর অগ্রগতির খোঁজ-খবর নেন।
এসআর
মন্তব্য করুন: