[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না শাহজালাল বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ৪:০০ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৫ ৪:০১ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে আসা স্বজন বা পরিচিতজনদের প্রবেশসংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

আগামী রোববার (২৭ জুলাই) থেকে যেকোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়, ডিপারচার ড্রাইভওয়ে এবং এরাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীপ্রতি সর্বোচ্চ দুইজন ব্যক্তির প্রবেশের অনুমতি থাকবে। যাত্রী চলাচলের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, যানজট কমানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী। প্রতিদিন পরিচালিত হয় গড়ে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট।

যাত্রী ও আগত ব্যক্তিদের ভিড়ে অনেক সময় বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়, বাড়ে নিরাপত্তা ঝুঁকিও। এ প্রেক্ষিতে নিয়মটি কার্যকর করা হচ্ছে।

নির্দেশনা মেনে চলতে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর