উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর শুরু হওয়া দ্বিতীয় দফা সংলাপে এই ঘটনা ঘটে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের আহ্বানে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্যে তিনি বলেন, "অতীতে স্বৈরশাসনের সময়ে যে ধরনের ঘটনা ঘটেছে, বর্তমানেও তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।"
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে আমাদের ওয়াকআউট ছাড়া বিকল্প ছিল না। প্রতীকীভাবে ১০ মিনিটের জন্য সংলাপ থেকে সরে যাচ্ছি।”
প্রিন্সের বক্তব্যকে সমর্থন জানান বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
ওয়াকআউটের ১০ মিনিট পর দল তিনটি আবার সংলাপে অংশ নেয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “তিনটি দলের প্রতিবাদ নাগরিক অধিকার ও রাজনৈতিক মত প্রকাশের অংশ। তাদের বক্তব্য আমরা গুরুত্বের সঙ্গে নোট করেছি এবং সরকার নিশ্চয় তা বিবেচনা করবে।
এসআর
মন্তব্য করুন: