দেশের বিভিন্ন অঞ্চলে ফের টানা ১০ দিনের ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে ২৪ জুলাইয়ের মধ্যে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ও আরও বর্ধিত পাঁচ দিনে দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
প্রথম কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে—
সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত এবং এটি বর্তমানে দেশের উপর সক্রিয়। এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এসআর
মন্তব্য করুন: