[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান দুর্ঘটনার পর ‘অ্যানোনিমাস’ পেজের আগাম সতর্কবার্তা ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১০:৪৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। দগ্ধ অবস্থায় ৭০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি রহস্যময় আগাম সতর্কবার্তা—যা দুর্ঘটনার ঠিক একদিন আগেই প্রকাশিত হয়েছিল।

২০ জুলাই (রোববার) ফেসবুকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে বলা হয়:

“একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।”

পোস্টে আরও উল্লেখ করা হয়:

“এই বিপর্যয়ের মূল কারণ হবে অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।”

পরদিন, ২১ জুলাই (সোমবার) বিমান দুর্ঘটনার পর পেজটি আবারও একটি পোস্ট করে। সেখানে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়:

“আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।”

আরও লেখা হয়:

“বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজে নিন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।”

ফেসবুক পেজটির অ্যাবাউট সেকশন অনুযায়ী, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ বিভিন্ন সময় সম্ভাব্য বিপর্যয় নিয়ে আগাম সতর্কবার্তা পোস্ট করে থাকে, তবে কখনোই তাদের পরিচয় প্রকাশ করে না।
পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হচ্ছে বলেও সেখানে উল্লেখ রয়েছে।

ঘটনার সময় ও পেজটির বার্তার সামঞ্জস্যতা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন—এমন তথ্য কি পূর্বাভাস, কাকতালীয় নাকি অন্য কিছু?

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর