রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকার কথা ছিল।
তবে জাতীয় শোক দিবস পালনের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। স্থগিত অনুষ্ঠানটি বুধবার (২৩ জুলাই) একই সময় ও একই স্থানে অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর দিয়াবাড়ি, উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
বিমানটি মাত্র ১২ মিনিট আগে উড্ডয়ন করেছিল, এবং বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মচারীরা রয়েছেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় দেশের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাড়াও আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: