[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

পরিচয় শনাক্ত মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ৮:২২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানোদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়,

“রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত করা যাবে, তাদের মরদেহ অতিসত্বর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”

যাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে পরবর্তীতে হস্তান্তর করা হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টা আহতদের চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে বার্তায় আরও বলা হয়,

“চিকিৎসা কার্যক্রম যেন নির্বিঘ্নে চলতে পারে, সেজন্য হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় এড়িয়ে চলার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”

 

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী, যাদের অনেকেই বর্তমানে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর