রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।
আহত হয়ে ছয়টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৬৪ জন।
সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্যমতে, নিহতদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ২ জন, সিএমএইচে ১১ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন এবং ঘটনাস্থলে ১ জন মারা যান।
আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা হাসপাতালে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে দুপুর ১টা ৬ মিনিটে, যখন বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজনের মৃত্যু নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
এসআর
মন্তব্য করুন: