[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে।

প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজে যেতে আগ্রহী মুসল্লিরা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘২০২৬ সালের হজ রোডম্যাপ বাস্তবায়ন’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের ১২ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। তার আগে প্রাথমিক নিবন্ধন করতে হবে এবং হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

 

সৌদি পর্বের ব্যয়, পরিবহন ব্যয় এবং বিমান ভাড়ার হিসাব সম্পন্ন করে দ্রুতই ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

  • সরকারি ব্যবস্থাপনায় হজ করতে ইচ্ছুকরা প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন:

    • ই–হজ পোর্টালে (www.hajj.gov.bd)
    • লাব্বাইক মোবাইল অ্যাপে
    • ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC)
    • ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম কার্যালয়ে
    • আশকোনা হজ অফিসে
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন—

  • ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক
  • অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার
  • ড. মো. আয়াতুল ইসলাম
  • হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক
  • হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার
  • হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার
  • মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর