সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএস (২০২৫) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সোমবার (২১ জুলাই) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদ রয়েছে। মোট ৬৮৩টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
এছাড়াও আরও একাধিক বিষয়ের জন্যও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া ও লিখিত পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিপিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)।
এসআর
মন্তব্য করুন: