[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ৫:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে এসে আহতদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হবে।”

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

এ ছাড়া প্রায় দেড়শ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বহু শিশু শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে দগ্ধ অন্তত ৭০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর