চিকিৎসা ক্যাডারে নিয়োগের জন্য আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২০ জুলাই) রাতে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। সব মিলিয়ে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৫,২০৬ জন।
এর আগে গত ১৮ জুলাই (শুক্রবার) দেশের বিভিন্ন কেন্দ্রে এই বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
পিএসসি জানিয়েছে, এ বিসিএসের মাধ্যমে সরকার মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে ওয়েবসাইটে ফলাফল দেখতে psc.gov.bd এ প্রবেশ করুন।
এসআর
মন্তব্য করুন: