চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “চট্টগ্রাম দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভিত্তি। এ শহরের প্রতি কোনো হুমকি মানে গোটা বাংলাদেশের বিরুদ্ধে হুমকি।
রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে কিছু গোপন সত্য সামনে এনেছেন। এরপর থেকেই আমরা নানা বাধার মুখে পড়ছি। বাঁশখালীতে আমাদের এক নেতাকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। আমরা স্পষ্ট করে দিতে চাই—বাধা দিলে শুরু হবে প্রতিরোধ।”
তিনি আরও বলেন, “চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে না তুলে বছরের পর বছর ধরে অবহেলা ও লুটপাট করা হয়েছে। এনসিপি এই ঐতিহাসিক শহরকে নতুনভাবে গড়তে চায়।”
জানা যায়, ১ জুলাই থেকে এনসিপি দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করে। চট্টগ্রাম পর্বে মিছিল শুরু হয় বহদ্দারহাট থেকে, যেখানে গত বছর আন্দোলনে পাঁচজন নিহত হয়েছিলেন। মিছিলটি মুরাদপুর ও ষোলশহর হয়ে বিপ্লব উদ্যানে এসে শেষ হয়।
সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “স্বৈরাচার পতনের পরও আমরা কার্যকর রাষ্ট্র নির্মাণে ব্যর্থ হয়েছি। এবার দেশ নিয়েই ভাবতে হবে, কারণ আমাদের পালিয়ে যাওয়ার পথ নেই।”
দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সরকারি প্রতিষ্ঠানে নাগরিকদের নিয়মিত হয়রানি বন্ধ করতে হবে। এনসিপি এ বিষয়ে সচেতন।”
সমাবেশে নগরের ৪১টি ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। যুব, নারী ও ছাত্র সংগঠনের কর্মীরা আগেই উপস্থিত হন। বিপ্লব উদ্যানে ছিল কঠোর নিরাপত্তা, নেতাদের হোটেলেও মোতায়েন ছিল ডগ স্কোয়াড।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন, যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
এসআর
মন্তব্য করুন: