[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

অঙ্গ দানে নতুন অধ্যাদেশ: ‘সুখবর’ দিলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ৯:২৫ পিএম

সংগৃহীত ছবি

অঙ্গ প্রতিস্থাপন ও দেহদান সংক্রান্ত আইন যুগোপযোগী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

 বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এতে অঙ্গদানের পরিধি যেমন বেড়েছে, তেমনি দেশের ভেতরেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের পথও উন্মুক্ত হয়েছে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, “অনেকদিন ধরেই অঙ্গ প্রতিস্থাপন আইন হালনাগাদ করা হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই অধ্যাদেশ প্রস্তুত করা হয়েছে।”

তিনি বলেন, “কিডনি অকেজো হয়ে গেলে কিংবা কর্নিয়া প্রতিস্থাপন করে অন্ধত্ব নিরাময়—এসব ক্ষেত্রেই এখন দেশের হাসপাতালগুলো এই সেবা দিতে পারবে। আগে শুধু নিকটাত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন, সন্তানদের কাছ থেকে অঙ্গ নেওয়ার অনুমতি ছিল। নতুন আইনে পরিধি বাড়িয়ে ভাতিজা-ভাগ্নেসহ আরও অনেককেই অঙ্গদাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

এছাড়া মৃত্যুর পর চিকিৎসার কাজে দেহদান সম্পর্কেও আইন সংশোধন করা হয়েছে বলে জানান প্রেস সচিব। “অনেকেই দেহ দান করে যান। এখন সেই দেহ থেকে অঙ্গগুলো আইনগতভাবে ব্যবহার করা যাবে। আইনে সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অঙ্গদান ও প্রতিস্থাপন বিষয়ে বিস্তারিত তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে।

উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাঈম আলী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর