[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়িয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত জেলায় কারফিউ বহাল থাকবে। এরপর তিন ঘণ্টার জন্য—দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হবে। তবে দুপুর ২টা থেকে আবার নতুন করে কারফিউ কার্যকর হবে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৭ জুলাই) গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সন্ধ্যায় জেলা প্রশাসন পুরো জেলায় কারফিউ জারি করে, যা রাত ৮টা থেকে কার্যকর হয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল।

কারফিউ চলাকালীন গোটা জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় সীমিত সংখ্যক রিকশা চলাচল করলেও বাস, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি।

তবে কিছু অলিগলিতে গোপনে খোলা ছিল কয়েকটি দোকান। পাশাপাশি কিছু উৎসুক জনতাকেও শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর